28 C
Dhaka
Sunday, March 26, 2023

লোহাগড়ায় ইউ‌পি নির্বাচ‌নকে কেন্দ্র করে সতন্ত্র প্রার্থীর উপর সন্ত্রাসী হামলা

নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শেখ মনিরুজ্জামান (৫০) কে লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকেলে ইতনা-রাধানগর গ্রামের বুড়ো ঠাকুরের গাছতলার উত্তরপাশে রাস্তার উপরে এ হামলা হয়। আহত মনিরুজ্জামান চরদৌলতপুর গ্রামের মৃত শেখ আব্দুল মান্নানের ছেলে। আহত মনিরুজ্জামান ইতনা ইউপির সাবেক চেয়ারম্যান। এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি ইতনা ইউপিতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

লোহাগড়ায় ইউ‌পি নির্বাচ‌নকে কেন্দ্র করে সতন্ত্র প্রার্থীর উপর সন্ত্রাসী হামলা

এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুর ২.২০ মিনিটে তিনি পার লংকাচ্চর ছিলেন, ওখানে থাকা অবস্থায় রাধানগর থেকে একটি ফোন কল আসে, রাধানগরে কেহ ওনার সাথে দেখা করার জন্য বসে আছে। সেখান থেকে তিনি সেই মুহূর্তে রওনা দিয়ে দৌলতপুর ধুপাবাড়ির মোড়ের দোকানে বসেন। ঐ দোকানের পূর্ব পাশে ওনার বাড়ি, বাড়িতে ওনার স্ত্রীকে ডাকে বলেন দ্রুততম আমাকে কয়টা ভাত মাখিয়ে দাও আমার সময় নেই, আমার অপেক্ষায় রাধানগরে লোকজন বসে আছে, সেখান থেকে আমার ইতনা যেতে হবে। এর ভিতর আবার একটি ফোন কল আসে ফোনের কথা শেষ করে দোকান্দার ও আরও লোকজন ছিল সেখানে তিনি পার লংকাচ্চর থাকা অবস্থায় যে তাঁর জরুরি কল আসে সে বলেছেন ও এখন তার খাবার খেতে পারছেন না,সেই বিষয় বাড়িতে জানিয়ে দিতে বলে। তিনি মোটর সাইকেল যোগে দক্ষিণ দিকে রাজানগর দিকে রওনা দিলেন। তারই আনুমানিক আধা ঘণ্টা পর খবর এলো লোক মুখে ও বিভিন্ন লোকের ফোনে মনিরুজ্জামানকে দূর্বৃত্তরা কুপিয়ে আঘাত করে বড়ো ঠাকুরের গাছতলায় ফেলে রেখে গেছে।

ইতিমধ্যে দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ঐ পথ দিয়ে যাচ্ছিলে ওরা শিশু, মনিরুজ্জামাানের আকুতি মিনতি শুনে ওরা পাগল মনে করে রাস্তা থেকে নেমে ফসলি মাঠের ভিতর দিয়ে দৌড়ে মাঠে কাজ করছিলেন কিছু দুরে এক কৃষক ইউনুস সরদার মৃত আফতাব সরদার গ্রাম মকিমপুর এর নিকটে বলেছে ওখানে একটা পাগল আমাদের ধরবে বলেছে, শিশুদের কথা শুনে ইউনুস বলছে চলতো যাই কোথায় পাগল, যেয়ে দেখে মনিরুজ্জামান চেয়ারম্যান মাথা গাঁ রক্তে ভেসে যাচ্ছে। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান এরপর তার অবস্থার অবনতি হলে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। ধারণা করা হচ্ছে নির্বাচনকে কেন্দ্র করে তাঁর ওপর এই হামলা হয়েছে। তাঁর মাথায় লাঠি বা রডের আঘাতে ফেটে গেছে এবং পেটে ধারালো অস্ত্রের কোপ রয়েছে।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু হেনা মিলন মুঠোফোনে বলেন আহত মনিরুজ্জামান কাউকে শনাক্ত করতে পারেনি এবং কোন অভিযোগ পাইনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর লোহাগড়া উপজেলার ১২ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো