29 C
Dhaka
Friday, March 31, 2023

নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত এক

নড়াইলের লোহাগড়ার স্বপ্নবীথি পার্কের সামনে মোটরসাইকেল ও লেগুনা সংঘর্ষে নিহত হয়েছেন মামুন কাজী (২৫) নামের এক যুবক। ২৫ জানুয়ারি ২০২২ তারিখ দুপুর ২ টার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

মামুন কাজী নড়াইলের দত্তপাড়া গ্রামের ভক্তি কাজীর ছেলে, তিনি লোহাগড়া বাজার থেকে কিছু দ্রব্যসামগ্রী ক্রয় করে বাড়ি ফেরার পথে রামপুর স্বপ্নবীথি পার্কের সামনে পৌঁছালে মোটরসাইকেল ও লেগুনা সংঘর্ষে ঘটনাস্থলেই মামুন কাজীর মৃত্যু হয় বলে জানা যায়।

বর্তমান মামুন কাজীর মরদেহ লোহাগড়া থানায় পুলিশ হেফাজতে আছেন। লেগুনা ও ড্রাইভারকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে। বর্তমান মামুন কাজীর পরিবারের কান্নার আহাজারিতে থানায় শোকের ছায়া নেমে আসে।

মামুন কাজী প্রবাস জীবন থেকে দেশে আসার পর করোনার কারণে আর প্রবাস জীবনে যাওয়া হয়নি বলে জানান তার পরিবার।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো