33 C
Dhaka
Sunday, May 28, 2023

লোহাগড়ার ইতনা গ্রাম থেকে ঈদের দিনে ৩জন নাবালিকা মেয়ে নিখোঁজ ।

নড়াইল জেলার লোহাগড়া উপ‌জেলা‌তে ইতনা গ্রামের ‌৩টি প‌রিবার থে‌কে ৩জন মেয়ে হঠাৎ উধাও হয়ে হওয়ার ঘটনার অভিযোগ পাওয়া যায়। গত ২১জুন২০২১ তারিখ বুধবার ঈদের দিন  ওই তিন জন কিশোরী ইতনা গ্রাম থেকে উধাও হয়ে যায় বলে জানান ওই কিশোরীদের স্বজনরা।
উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে লোহাগড়া থানায় তিনজন কিশোরী হারিয়ে যাওয়া ঘটনা উল্লেখ করে একটি সাধারণ ডায়েরী করেন। কিন্তু ঘটনার ২ দিন পারলেও এ পর্যন্ত পুলিশ কোন প্রকার পদক্ষেপ নেননি বলে জানান কিশোরীর স্বজনরা।
হারিয়ে যাওয়া তিন কিশোরী হলেন ইতনা গ্রামের মিথুন শেখের মেয়ে মোছাঃ খাদিজা খানম (১৫) দশম শ্রেণীর ছাত্রী, মোমরেজ খানের মেয়ে মোছাঃ তৃপ্তি (১৬) দশম শ্রেণীর ছাত্রী এবং মোঃ আমির খানের মেয়ে মোছাঃ জুই (১৫) দশম শ্রেণীর ছাত্রী। তিন জন কিশোরীর বাড়ি ইতনা একই গ্রামে।
এলাকাবাসী ও ওই কিশোরীদের গার্ডিয়ানরা বলেন কোন সংঘ বদ্ধ নারী পাচার কারী চক্র একই দিনে ৩ টি মেয়ে কে পাচারের উদ্দেশ্যে কোথাও নিয়ে গিয়ে গুম করে রেখেছে। প্রতারক চক্রের মোবাইল নং 01701450675 হারিয়ে যাওয়া মেয়ে জুই ব্যবহারিত মোবাইল নং 01758458085 তৃপ্তি মোবাইল নং 01799606612
উক্ত অনাকাঙ্ক্ষিত ঘটনাটি প্রশাসনের নজরে এনে উল্লেখিত ৩টি মেয়ে কে উদ্ধারের জোর দাবি জানান হারিয়ে যাওয়া ৩ জনের পরিবার।

এ সম্পর্কিত আরও পড়ুন

1 মন্তব্য

Leave a Reply

লেখক থেকে আরো