31 C
Dhaka
Thursday, September 29, 2022

শাখতারের মাঠে হেরে বিদায়ের শঙ্কায় রিয়াল।

 

শাখতারের মাঠে হেরে বিদায়ের শঙ্কায় রিয়াল।

 

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আবারও অঘটন। শাখতার দোনেৎস্কের কাছে ২-০ গোলে হেরে গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় রিয়াল মাদ্রিদ।

 

জিতলেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত, ড্র করলেও সম্ভাবনা থাকবে জোরালো। সঙ্গে প্রথম লেগে হারের প্রতিশোধ নেওয়ার বাসনাও ছিল। কিন্তু চোটে জর্জরিত শাখতারের বিপক্ষে হেরে বসেছে জিনেদিন জিদানের দল।

 

দারুণ শুরু করা রিয়াল মাদ্রিদ নিজেদের ভুলে পিছিয়ে পড়ে ম্যাচের ৫৭ মিনিটে। শাখতারের হয়ে গোল করেন দেনতিনহো। এগিয়ে গিয়ে চাপ বাড়ায় শাখতার আর এলোমেলো হয়ে পড়ে রিয়াল। সেই সুবাদেই ম্যাচের ৮২ মিনিটে দ্বিতীয় গোল পায় লুইস কাস্ত্রোর দল।

 

এই হারে পয়েন্ট টেবিলের তিনে নেমে গেছে রিয়াল। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে শাখতার দোনেৎস্ক।

মিনহাজুল ইসলাম /দৈনিক সত্যের সকাল

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো