29 C
Dhaka
Tuesday, June 6, 2023

শাবিপ্রবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজ বাড়ি থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) রসায়ন বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী চঞ্চল চক্রবর্তীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের ছাত্র উপদেষ্টা ড. মো. আজহারুল আরাফাত সমকালকে বিষয়টি জানিয়েছেন। তবে তার আত্মহত্যার কারণ জানা যায়নি।

চঞ্চল চক্রবর্তীর গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার মাধবপুর গ্রামে।

ছাত্র উপদেষ্টা ড. মো. আজহারুল আরাফাত বলেন, চঞ্চলের পরিবার এবং তার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করে রোববার রাতে তার ঝুলন্ত মরদেহ উদ্ধারের খবর পেয়েছি। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে আমি এখনো নিশ্চিত নই।

ড. মো. আজহারুল আরাফাত আরও জানান, চঞ্চল বিশ্ববিদ্যালয়ের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী হলেও একাডেমিক ড্রপের কারণে ২০১৪-১৫ সেশনে পুনরায় ভর্তি হন। এখনো তার স্নাতক অসম্পন্ন ছিল। তিনি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক ছাত্র হলের ৩০২৯ নং কক্ষে থাকতেন বলে জানা যায়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো