26 C
Dhaka
Friday, June 9, 2023

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে সফট লোন নামের ঋণ পাচ্ছে কুবি এর ৬৮৪ জন শিক্ষার্থী।

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে সফট লোন নামের শিক্ষাঋণ পাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৬৮৪ জন শিক্ষার্থী।

মাঈনুদ্দীন হাসান, কুবি সংবাদদাতা:- আজ বুধবার (৩ মার্চ) কুবি রেজিস্ট্রার ড.মো.আবু তাহের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইতিমধ্যেই স্নাতক /স্নাতকোত্তর শ্রেণিতে অধ্যয়নরত আর্থিকভাবে অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে সফট লোন বিতরণ করার কার্যক্রম শুরু হয়েছে।

শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে সফট লোন নামের ঋণ পাচ্ছে কুবি এর ৬৮৪ জন শিক্ষার্থী।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনার লক্ষ্যে স্মার্ট ডিভাইস ক্রয়ের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে নাম জমা দেওয়া ৬৮৪ জন শিক্ষার্থীকে অনধিক ৮ হাজার টাকা (A/C Payee) চেক এর মাধ্যমে সফট লোন বিতরণ করা হবে।”

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, “শিক্ষার্থীদের মধ্যে ঋণ গ্রহণে আগ্রহী শিক্ষার্থীদের কে আগামী ১৫ মার্চ ২০২১ এর মধ্যে শর্ত সাপেক্ষে চেক প্রাপ্তির আবেদন ফরমে বিভাগীয় প্রধানের মাধ্যমে আবেদন করতে হবে।”

বিজ্ঞপ্তিতে শর্ত হিসেবে বলা হয়, “সুদ বিহীন এ ঋণ বিশ্ববিদ্যালয় খোলার পর কিংবা অধ্যয়নকালীন সময়ে ৪ টি সমান কিস্তিতে বা এককালীন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট হিসেবে পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধ না করা পর্যন্ত শিক্ষার্থীর নামে ট্রান্সক্রিপ্ট ও মূল সনদ ইস্যু করা হবে না। চেক গ্রহণের ১০ কার্যদিবসের মধ্যে স্মার্ট ডিভাইস কেনার ভাউচারটি স্ব-স্ব বিভাগীয় সভাপতি /ইন্সটিটিউটের পরিচালকের মাধ্যমে সদস্য সচিব, সফট লোন অনুমোদন কমিটি, কুবি বরারবর জমা দিতে হবে।”

উল্লেখ্য, করোনা মহামারিতে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও চলছে অনলাইন শিক্ষা কার্যক্রম। তবে আর্থিক সংকট ও ডিভাইস স্বল্পতার কারণে অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে পারছে না অনেক শিক্ষার্থী। শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে সফট লোন নামের শিক্ষাঋণ দেওয়ার ঘোষণা দিয়েছিল ইউজিসি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো