শিবগঞ্জ পৌর নির্বাচন: বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলনের পর ককটেল বিস্ফোরন মামলা: গ্রেফতার ৬
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর নির্বাচন কে কেন্দ্র করে ক্রমেই উত্তপ্ত হচ্ছে উপজেলার রাজনীতি। শনিবার ও রবিবার মধ্য রাতে নৌকার নির্বাচনী অফিসে ককটেল বিস্ফোরনের ঘটনায় বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলনের পরদিন কৃষকলীগের দায়েরকৃত মামলায় ৬ বিএনপি নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
শিবগঞ্জ থানার ওসি ফরিদ হোসেন জানান, মঙ্গলবার (৯ ফেব্রুয়ারী) ভোরে কৃষকলীগের সাধারন সম্পাদক জিয়াউল ইসলাম শিবগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের নৌকার নির্বাচনী অফিসে কয়েক দফা বোমা বিস্ফোরনের ঘটনায় এজাহার নামীয় ১৫ জনকে এবং অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জনকে আসামী করে মামলা দায়েরের ঘটনায়(মামলা নং-১২) মঙ্গলবার ভোরে পুলিশ বিএনপি ও যুবদলের ৬ নেতাকর্মীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো; শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি মহাজন পাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে ও যুবদলের যুগ্ম আহবায়ক আলী আহম্মেদ বাবু ও তার ভাই বিএনপি সমর্থক মকসুদুল আহমেদ (শিপলু),শিবগঞ্জ উপজেলার বিএনপির সাবেক প্রচার সম্পাদক দৌলতপুর এলাকার মৃত আবুবকর সিদ্দিকের ছেলে হাসান আলী,শিবগঞ্জ উপজেলা ছাত্রদলের সদস্য দোলতপুর এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে মুখলেসুর রহমান , ১ নং ওয়ার্ডের দেবীনগর এলাকার সাবেক যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহীম আলীর ছেলে সেলিম আলী,বিএনপির সমর্থক দেবীনগর এলাকার মোঃ জাফর আলীর ছেলে মাহিদুর।গ্রেফতারকৃতদের সকলের বাড়ি পৌর এলাকায়।
এ ঘটনায় ওজিউল ইসলাম মিয়া নিবাচন অফিস সহ বিভিন্ন দফতরে আবেদন দাখিল করেছেন।
এদিকে সোমবার বিকেলে পৌর এলাকার পদ্মা সিনেমা হল চত্তরে আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্যের আচরনবিধি লঙ্ঘন ও নির্বাচনী কার্যালয়ে ককটেল বিস্ফোরনের প্রতিবাদ এবং নির্বাচনের পরিবেশ শান্তিপূর্ণ রাখার দাবীতে সংবাদ সম্মেলন করেছে ধানের শীষ প্রতীকের প্রার্থী ওজিউল ইসলাম।