29 C
Dhaka
Tuesday, June 6, 2023

শিশু রাজনকে বাঁচাতে এগিয়ে আসুন!

শিশু রাজন চোখের দৃষ্টি ফিরে পেতে চায়, স্বাভাবিকভাবে তার খেলার সাথীদের সাথে মাঠে খেলতে যেতে চায়, বই নিয়ে স্কুলে যেতে চায়। এমনিভাবে অনেক আশা নিয়ে শিশু রাজন অশ্রু ভরা কন্ঠে বাঁচার আকুতি নিয়ে সকলের নিকট সাহায্যের হাত বাড়িয়েছে।

চোখে টিউমার থেকে এখন ক্যান্সারে আক্রান্ত হয়ে অর্থের অভাবে চিকিৎসা না পেয়ে ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ছে।

রাজনের পিতা মোঃ লিটন গাজী জানান, দিনমজুরের কাজ করে আমার ছেলের চিকিৎসা করাতে আর পারছিনা। এখনই যদি চিকিৎসা না করা যায় তাহলে হয়তো আমার ছেলেটিকে আর বাঁচানো সম্ভব হবে না। তাই আপনাদের সকলের কাছে আমি সাহায্য প্রার্থনা করছি।আমার ছেলেকে বাঁচানোর জন্য আপনারা সাহায্য করুন।

পাবনার পাকশী গাইড ব্যাংক (হঠাৎপাড়া) এলাকার মোঃ লিটন গাজীর একমাত্র ছেলে মোঃ রাজন। তার চোখের ভালো অপারেশন প্রয়োজন। তাই আপনাদের সবার কাছে সাহায্যের হাত বাড়িয়েছে। আপনার একটু সহযোগিতায় বাঁচতে পারে শিশুরা রাজন। তাকে সাহায্য পাঠাতে পারেনঃ ০১৭১৮৬৫৩৩৪৭, ০১৭২৫৪৪২৯৯০। (বিকাশ-পারসোনাল)। অথবা তার সঙ্গে যোগাযোগ করতে পারেন ০১৭৮২৩১৯৭৬১

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো