মোঃ মেহেদী হাসান, শিবগঞ্জ প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জ উজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া গ্রামের গৃহবধু রাবেয়া খাতুন ওরফে রওশন বাড়ি থেকে বের হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে লাশ হয়েছেন।
শনিবার দুপুরে পাশের কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের পলিভুগইল হিন্দুপাড়ায় নাগর নদের পাড়ে বাঁশ ঝাড়ের কাছে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে কাহালু থানা পুলিশ সন্ধ্যা পৌণে ৬টার দিকে লাশটি উদ্ধার করে।
পাইকড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিঠু চৌধুরী জানান, রাবেয়া খাতুন শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া সরকারপাড়া গ্রামের বাদশা মিয়ার স্ত্রী। তিনি জানান, লাশের মুখ ওড়না মুখ দিয়ে পেঁচানো ছিল। এছাড়া কপালে শেয়াল বা কুকুড়ের কামড়ের চিহ্ন রয়েছে। তার ধারণা শুক্রবার রাতে কোন এক সময় লাশটি সেখানে ফেলে রাখা হতে পারে।
শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের সদস্য সাইফুল ইসলাম শাহিনুর জানান, রাবেয়া খাতুনের স্বামী বাদশা মিয়া নাটোরে একটি বিস্কুট ফ্যাক্টরীতে কর্মরত। তিনি সেখানে আরেকটি বিয়ে করে বসবাস করেন। রাবেয়া খাতুনের এক ছেলে এবং একটি মেয়ে রয়েছে।
কাহালু থানার ওসি আমবার হোসেন জানান, এটি আত্মহত্যা নাকি হত্যা সেটি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ময়না তদন্তের জন্য লাশটি উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। তিনি বলেন, ভিকটিকের শ্বাশুরি আমদের জানিয়েছেন ওই গৃহবধু শুক্রবার দুপুরের পর বাড়ি থেকে বের হন। তার ছেলে-মেয়েরা বাবার সঙ্গে নাটোরে থাকে বলেও আমাদেরকে জানানো হয়েছে। তদন্ত চলছে। আশাকরি খুব শিগরগই কিছু জানা যাবে।