আব্বাস আলী, ঝিনাইদহ:- ঝিনাইদহ শৈলকুপায় ইউপি চেয়ারম্যান এর বাড়িতে পুলিশের অভিযান বিপুল পরিমাণ দেশিও অস্ত্র উদ্ধার করা হয়। ১০নং বগুড়া ইউনিয়নের চেয়ারম্যান নজরুল ইসলামের বগুড়া গ্রামের বাড়ি থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত দেশিয় অস্ত্রের মধ্যে ৪৭টি ষড়কি ১৭টি ঢাল ও ১০/১২কেজি বেত পাওয়া যায়। এ সময় ঢাল তৈরি করতে আসা দুই কারিগর কে আটক করা হয়।
সুত্রমতে, আশির দশক থেকে ১০নং বগুড়া ইউনিয়ন সন্ত্রাসী এলাকা হিসেবে পরিচিত ।বর্তমানে স্থানীয় রাজনৈতিক অধিপত্য বিস্তর কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা চলছে। নিজেদের অধিপত্য টিকিয়ে রাখতে দুই গ্রুপই এইসব দেশিয় অস্ত্র সস্ত্র আমদানি করছে।