25 C
Dhaka
Sunday, May 28, 2023

শৈলকুপা আগুন পুড়ে ৩০ লক্ষ টাকার ক্ষতি।

আব্বাস আলী, ঝিনাইদহ জেলা প্রতিনিধি:- ঝিনাইদহের শৈলকুপার গোসাইডাঙ্গা গ্রামে ফ্রিজের সর্টসার্কিট থেকে আগুন লেগে মুদির দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে নগদ টাকা ও মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার সম্পদ ভস্মীভূত হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে গতকাল মঙ্গলবার গভীর রাতে এই আগুন লাগে বলে। ক্ষতিগ্রস্থ দোকানি সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রামের শাখামত শেখের ছেলে সবুজ হোসেন।

সবুজ জানান, মুদি দোকানটি ছিল কাতলাগাড়ী পুরাতন বাজারে। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তিনি বাড়ি চলে যান। রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বাজার পাহারাদার দোকানে আগুন জ্বলতে দেখে তাকে খবর দেয়।

শৈলকুপা ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় ঘন্টাব্যাপী চেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে দোকানঘরসহ সকল মালামাল পুড়ে যায়। তিনি আরো জানান, শৈলকুপা ব্রাক ব্যাংক থেকে ১৩ লাখ ও বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নিয়ে ব্যবসা করছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো