এর আগে গতকাল প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষের পদত্যাগ নিয়েও গুঞ্জন শোনা গিয়েছিল। তবে পরবর্তীতে প্রধানমন্ত্রীর দফতরের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, মহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রী পদে বহাল থাকছেন।

ব্যাপক অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার অর্থনৈতিক সঙ্কট এবার পরিণত হল রাজনৈতিক অনিশ্চয়তায় । মূল্যস্ফীতিতে নাজেহাল মানুষের রোষের মুখে গতকাল রোববার (৩ এপ্রিল) গভীর রাতে এক বৈঠকে সেদেশের রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসে ও প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া ক্যাবিনেটের ২৬ সদস্য পদত্যাগ করেছেন।

দেশটির শিক্ষামন্ত্রী দীনেশ গুণবর্ধন গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

গভীর রাতে মন্ত্রীদের গণপদত্যাগ প্রসঙ্গে সংবাদমাধ্যমকে শিক্ষামন্ত্রী দীনেশ গুনাবর্ধনে বলেন, ‘আমরা প্রধানমন্ত্রীকে নিজেদের পদত্যাগ পত্র জমা দিয়ে জানিয়ে দিয়েছি যে আমরা যেকোনও সময় যেতে রাজি আছি। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

অর্থনৈতিক সংকট নিয়ে আলোচনার পর এ সিদ্ধান্ত হয়েছে জানিয়ে তিনি বলেন, সব মন্ত্রী পদত্যাগ পত্র জমা দিয়েছেন যাতে রাষ্ট্রপতি নতুন মন্ত্রিসভা গঠন করতে পারেন।

খাদ্য, জ্বালানি ও ওষুধের সংকটের কারণে সৃষ্ট জনরোষের মধ্যে পদত্যাগ করা মন্ত্রীদের মধ্যে ক্ষমতাসীন রাজাপাকসে পরিবারের তিন জনও রয়েছেন। তারা হলেন— রাজাপাকসের ছোট ভাই অর্থমন্ত্রী বাসিল, বড় ভাই কৃষিমন্ত্রী চামাল ও তাদের পরিবারের সন্তান ক্রীড়ামন্ত্রী নামাল।

উল্লেখ্য, বিগত বেশ কিছু দিন ধরেই শ্রীলঙ্কাবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছে। রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষের পদত্যাগের দাবিতে তাঁর বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করেছে জনসাধারণ। সেই বিক্ষোভ হিংসাত্মক রূপও ধারণ করেছে। এর জেরে শ্রীলঙ্কায় কার্ফু জারি করা হয়েছিল। নিষিদ্ধ করা হয়েছিল সোশ্যাল মিডিয়া। তবে কার্ফু অমান্য করেই রাষ্ট্রপতির বিরুদ্ধে রাস্তায় নামতে দেখা যায় শ্রীলঙ্কার সাধারণ মানুষকে। এদিকে রাষ্ট্রপতির বিরুদ্ধে রাস্তায় নেমেছে সেদেশের বিরোধী নেতারাও। এই পরিস্থিতিতে ক্যাবিনেট মন্ত্রীদের গণপদত্যাগ চাপে ফেলতে পারে রাজাপক্ষে ভাইদের। এর আগে গতকাল প্রধানমন্ত্রী মহিন্দা রাজাপক্ষের পদত্যাগ নিয়েও গুঞ্জন শোনা গিয়েছিল। তবে পরবর্তীতে প্রধানমন্ত্রীর দফতরের তরফে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়, মহিন্দা রাজাপক্ষে প্রধানমন্ত্রী পদে বহাল থাকছেন।

এদিকে পদত্যাগ করা মন্ত্রীদের মধ্যে রয়েছেন প্রধানমন্ত্রীর বড় ছেলে তথা রাষ্ট্রপতির ভাইপো নমল রাজাপক্ষেও। তিনি বলেন, ‘আমি রাষ্ট্রপতির সচিবকে আমার পদত্যাগের বিষয়ে জানিয়েছি। আশা করছি এর ফলে তিনি এবং প্রধানমন্ত্রী দেশে স্থিতিশীলতা আনতে পারবেন। আমি আমার দল, ভোটার এবং হামবানটোটার জনগণের অনুগত।’

সূত্র: আল জাজিরা, হিন্দুস্তান টাইমস

পূর্ববর্তী খবরজবিতে স্বল্পপরিসরে ইফতারির আয়োজন, নেই সেহরির ব্যবস্থা
পরবর্তী খবরশিবির সম্পৃক্ততায় আটক জবির ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

Leave a Reply