28 C
Dhaka
Sunday, March 26, 2023

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে আ’ লীগের মনোনয়ন বোর্ডের সভা শুক্রবার

ষষ্ঠ ধাপের ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চূড়ান্ত করতে আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভা শুক্রবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠেয় এ সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

উল্লেখ্য, ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী ২১৯ ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কাছে চেয়ারম্যান, সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। মনোনয়নপত্র বাছাই ৬ জানুয়ারি, মনোনয়ন বাছাইয়ের বিরুদ্ধে ৭ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি ১০ থেকে ১২ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ জানুয়ারি, প্রতীক বরাদ্দ ১৪ জানুয়ারি এবং ভোটগ্রহণ ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এই ধাপে সবগুলো ইউপিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।

এর আগে ৫ ধাপের ইউপি ভোটের তফসিল ঘোষণা করেছে ইসি। প্রথম ধাপে ৩৬৯ ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর ৮৪৮টি ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে ও তৃতীয় ধাপে ১০০৩ ইউপিতে গত ২৮ নভেম্বর ভোটগ্রহণ ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে এবং ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে ৮৪০টি ইউপিতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। পঞ্চম ধাপের ইউপি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ৫ জানুয়ারি।

ষষ্ঠ ধাপের ইউপি নির্বাচনে আ’ লীগের মনোনয়ন বোর্ডের সভা শুক্রবার

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো