24 C
Dhaka
Saturday, April 1, 2023

সড়ক দুর্ঘটনায় জবি শিক্ষার্থীর মৃত্যু

নাজমুল হোসেন, জবি প্রতিনিধিঃ সেমিস্টার ফাইনাল পরীক্ষার উদ্দেশ্যে ঢাকা ফেরার সময় সড়ক দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের সাবরিনা আক্তার নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন।

আজ শনিবার বেলা সাড়ে ১২টার দিকে নোয়াখালীর সোনাইমুড়ীতে রাস্তা পার হওয়ার সময় ট্রাক চাপায় ঘটনাস্থলে তিনি নিহত হন।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার উপ-পরিদর্শক ইবরাহীম খলিল বলেন, বেলা সাড়ে ১২টার দিকে একটি ইটবোঝাই ট্রাক তাকে চাপা দিলে তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। এ বিষয়ে আমরা হাইওয়ে থানার পুলিশকে জানিয়েছি। তারা এসে আইনানুগ ব্যবস্থা নেবে। 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তফা কামাল বলেন, সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি৷ আমরা তার পরিবারের সাথে যোগাযোগের করেছি, থানায় কথা বলেছি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো