সাংবাদিক নিয়োগ বিজ্ঞপ্তি 2021 :- বহির্বিশ্ব সহ বাংলাদেশ সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় (আসন শূন্য থাকা সাপেক্ষে) প্রতিনিধি নিয়োগ চলছে।
বহির্বিশ্ব সহ সারাদেশের সকল বিভাগ, জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে Sotter Sokal (আপাতত অনলাইন) প্রতিনিধি নিয়োগ চলছে।
আবেদনের যোগ্যতা :-
- বয়স:- সর্বনিম্ন ২০ বছর হতে হবে।
- শিক্ষাগত যোগ্যতা:- আবেদনকারীকে সর্বনিন্ম এইচএসসি পাশ হতে হবে।
- কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে। (তবে বিশ্ববিদ্যালয় প্রতিনিধিদের ক্ষেত্রে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী হতে হবে অথবা কমপক্ষে ১ বছরে অভিজ্ঞতা থাকতে হবে।)
অতিরিক্ত যোগ্যতা:-
- স্মার্ট ফোন থাকতে হবে।
- নিজেদের প্রকাশিত নিউজ অবশ্যই নিজে ফেসবুকে শেয়াক করতে হবে একই সঙ্গে বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার করতে হবে। এছাড়াও প্রতিদিন অন্তত ০৩ টি নিউজ শেয়ার করতে হবে। (বাধ্যতামূলক)
- অবশ্যই অফিস থেকে দেয়া এ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে।
- নিউজের ছবি এবং নিউজের সঙ্গে ভিডিও পাঠাতে হবে। (ছবি কপি করা যাবে না কপি করলে তা উল্লেখ করতে হবে)
বেতন ভাতা :-
- এখানে কোন মাসিক বেতন এখনো দেওয়া হয় না তবে এটি খুব শীঘ্রই চালু হবে ইনশাআল্লাহ।
- সকল প্রতিনিধিদের নিয়মিত সম্মানী বাবদ প্রতিনিধিদের নিজের পাঠানো বিজ্ঞাপনের আয়ের ৫০% মাসিক বেতন আকারে দেয়া হবে। বিজ্ঞাপন না দিলে কোন প্রকার বেতন পাবেন না (আপাতত)।
- তবে অফিস ওয়ার্ক এর জন্য কিছু খরচ দেওয়া হতে পারে।
আবেদন করতে আপনাকে যা করতে হবে :-
- ছবিসহ জীবন বৃত্তান্ত (Cv) পাঠাতে হবে আমাদের ই-মেইলে ঠিকানায়।
- সিভির সঙ্গে জাতীয় পরিচয়পত্র এর কপি সংযুক্ত করে পাঠাতে হবে।
- সর্বচ্চো শিক্ষাগত সনদ এর কপি সংযুক্ত করে পাঠাতে হবে।
- পাসপোর্ট সাইজের ছবি পাঠাতে হবে।
- অভিজ্ঞতা থাকতে প্রমাণ স্বরুপ তথ্য প্রেরণ করতে হবে ।
মনে রাখবেন :-
- সিভি অবশ্যই নিজের ব্যক্তিগত মেইল থেকে পাঠাতে হবে। কারণ যে মেইল থেকে সিভি পাঠাবেন অফিস থেকে সেই মেইলেই রিপ্লাই দেওয়া হবে।
- ই–মেইল পাঠাতে বিষয় বস্তু অর্থাৎ Subject–এ লিখতে হবে কোন জেলা/ উপজেলা/ ক্যাম্পাস প্রতিনিধি।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা :-
Email:- sottersokal@gmail.com টেলিফোন:- +8809638221055 (Offise , সকাল ৯টা থেকে রাত ১১.৫৯ পযন্ত) নির্বাহী সম্পাদক:- +8801976919804 (মো আনাস মোল্লা)আমাদের নিয়োগ পদ্ধতি :-
- প্রথমে আপনার কাগজ যাচাই বাছাই করা হবে।
- আপনি প্রাথমিক ভাবে চুড়ান্ত হলে সেটি সম্পাদকের কাছে পেরণ করা হবে।
- সর্বশেষ সম্পাদক কৃতিত্ব চুড়ান্ত হলে আপনার সাথে যোগাযোগ করা হবে মোবাইল এবং ইমেল এর মাধ্যমে।
- আপনাকে আমাদের ট্রেনিং এবং অবজারভেশন ফেসবুক গ্রুপে এড করা হবে।
- তারপর আপনাকে ৫ দিন নিউজ পাঠাতে বলা হবে।
- এর পর চুড়ান্ত নিয়োগের ১ মাসের মধ্যে আপনার কার্ড প্রেরণ করা হবে।
নিউজ পাঠানোর মাধ্যম:-
- আমাদের মেইল আইডি, মেসেঞ্জার গ্রুপ, ইউজার আইডির মাধ্যমে পাঠাতে পারবেন।
- নিউজ অবশ্যই ইউনিকোড ফরমেটে পাঠাতে হবে।
- নিউজের সাথে ছবি থাকলে তা পাঠাতে হবে।
- নিউজের যদি কোন তথ্য প্রমাণ থাকে তবে তা প্রেরণ করতে হবে।
সামাজিক ফোরামে আমাদের পত্রিকা পড়তে ভিজিট করুন:-
- Facebook :- Daily Sotter Sokal ( দৈনিক সত্যের সকাল )
- Instagram :- Daily Sotter Sokal ( দৈনিক সত্যের সকাল )
- Twitter :- Daily Sotter Sokal ( দৈনিক সত্যের সকাল )
- LinkedIn :- Daily Sotter Sokal ( দৈনিক সত্যের সকাল )
অভিজ্ঞতা ছাড়া Apply করা যাবে না..!