35 C
Dhaka
Wednesday, June 7, 2023

সাড়ে ৫ ঘণ্টা পর হিলি স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

ভারতীয় পাথরবোঝাই ট্রাক বিকল হওয়ায় সাড়ে পাঁচ ঘণ্টা বন্ধের পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি শুরু হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে ট্রাকটি সচল হওয়ায় আমদানি-রফতানির দুয়ার খুলে যায়।

এর আগে বেলা সাড়ে ১১টায় হিলি জিরো পয়েন্ট এলাকায় আমদানি শুরুর কিছুক্ষণ পরেই ট্রাকটি বিকল হয়ে যাওয়ায় বন্দরের আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে বাংলাহিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত জানান, জিরো পয়েন্ট এলাকায় ভারত থেকে আসা পাথরবোঝাই ট্রাক বিকল হওয়ায় বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আমদানি-রফতানি বন্ধ ছিল। ট্রাকটি ঠিক হওয়ায় আবারো আমদানি রফতানি শুরু হয়েছে। তবে অনন্য দিনের মতো আজকে আমদানিকৃত পণ্যবোঝাই ট্রাকের সংখ্যা কম হবে।

তিনি আরও জানান, একমুখী রাস্তা হওয়ার কারণে বার বার আমাদের এ ধরণের সমস্যায় পড়তে হয়। এতে লোকসান গুনতে হয় ব্যবসায়ীদের।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো