28 C
Dhaka
Sunday, March 26, 2023

সাত কলেজ: পরীক্ষার সময় কমলেও কমেনি প্রশ্ন সংখ্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতকের চূড়ান্ত পরীক্ষার সময় কমানো হলেও কমেনি প্রশ্নের সংখ্যা। এতে বেশ বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, পরীক্ষার জন্য নির্ধারিত চার ঘণ্টা সময় কমিয়ে দুই ঘণ্টা করা হলেও সেই অনুপাতে প্রশ্নের সংখ্যা কমানো হয়নি। যার ফলে, প্রশ্নের উত্তর জানা থাকলেও সময় স্বল্পতার জন্য পূর্ণ নম্বরের উত্তর দিতে পারছেন না অধিকাংশ শিক্ষার্থী। এতে পরীক্ষার ফল খারাপ হওয়ার আশঙ্কা করছেন তারা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু হয়েছে চলতি মাসের ২ তারিখ। আর অনার্স তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়েছে চলতি মাসের ৪ তারিখ। করোনার জন্য সংক্রমণ রোধে পরীক্ষার সময় কমিয়ে আনা হয়েছে অর্ধেকে। অর্থাৎ ৮০ নম্বরের চার ঘণ্টার পরীক্ষা নেওয়া হচ্ছে দুই ঘণ্টায়। আর তিন ঘণ্টার পরীক্ষা নেওয়া হচ্ছে দেড় ঘণ্টায়। এক্ষেত্রে পরীক্ষার মানবণ্টনে পরিবর্তন এনে প্রশ্নপ্রতি নম্বর বাড়িয়ে প্রশ্নের সংখ্যা কমানো কথা ছিল। কিন্ত শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, আগে তাদের চার ঘণ্টায় ৮০ মার্কের জন্য যে কয়টি প্রশ্নের উত্তর দিতে হতো এখন দুই ঘণ্টায়ও ঠিক সে কয়টিরই উত্তর দিতে হচ্ছে৷ যার ফলে প্রশ্নের উত্তর জানা থাকলেও সময়ের অভাবে তা লিখতে পারছেন না তারা।

এমন ঘটনায় আগের চার ঘণ্টায় ৮০ নম্বরের উত্তর দেওয়ার পদ্ধতিই পুনর্বহাল করার দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা৷ অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন ফেসবুক গ্রুপেও প্রশ্ন কাঠামো নিয়ে শিক্ষার্থীদের নানা নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে৷

ঢাকা কলেজের শিক্ষার্থী শাহরিয়ার অপু বলেন, আগে যেখানে চার ঘণ্টায় ৮০ মার্কের উত্তর দিতে হতো এখন সেখানে দুই ঘণ্টা সময় দেওয়া হয়েছে৷ সময় যেহেতু অর্ধেক করা হয়েছে প্রশ্নের সংখ্যাও অর্ধেক করার কথা কিন্তু সেটা করা হচ্ছে না৷ এভাবে পরীক্ষা নিলে গণহারে ফেলসহ ফলাফল খারাপ হওয়ার আশঙ্কা করছি৷ কলেজের ডিপার্টমেন্টে যোগাযোগ করলে এর কোনো সমাধান দিতে পারেনি বলেও অভিযোগ এই শিক্ষার্থীর৷

এদিকে পরীক্ষার সময় কমানো হলেও মানবণ্টনে নম্বরের সামঞ্জস্যতা না থাকায় শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে সাত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের প্রশ্ন কাঠামো পরিবর্তন করা হয়েছে৷ গতকাল সন্ধ্যায় সাত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষ ২০২০ সালের পরীক্ষা কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে হিসাববিজ্ঞন বিভাগের প্রশ্ন কাঠামো নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ থেকে প্রশ্ন কাঠামো নিয়ে নোটিশ দেওয়া হয়েছে৷

এছাড়া বৃহস্পতিবার (৭ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে প্রেরিত এক চিঠিতে পরীক্ষার সময়সূচি ১ ঘণ্টা ৩০ মিনিটের বিপরীতে দুই ঘণ্টা করা হয়েছে৷

শিক্ষার্থীরা বলছেন, হিসাববিজ্ঞন বিভাগ এবং পদার্থবিজ্ঞান বিভাগের সমস্যা সমাধান করা হলেও অন্য কোনো বিভাগের ক্ষেত্রে এটি এখনো করা হয়নি৷

 

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ ও সাত কলেজের সমন্বয়ক (ফোকাল পয়েন্ট) অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো সাত কলেজের বিভাগীয় প্রধানরা বা অধ্যক্ষরা যদি আমাকে জানায় তাহলে আমি বিষয়টি নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে পারি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের প্রধান সমন্বয়কারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এএসএম মাকসুদ কামাল বলেছেন, সাত কলেজের স্নাতক পরীক্ষার সময় অধ্যক্ষদের সঙ্গে বসে আলোচনা করেই নির্ধারণ করা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত আমরা কোনো অভিযোগ পাইনি। যদি কোনো সমস্যা হয় তবে তা সাত কলেজের অধ্যক্ষদের মাধ্যমে আমাদের কাছে আসতে হবে।

সুত্রঃ জাগো নিউজ

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো