29 C
Dhaka
Sunday, November 27, 2022

সাপের কামড় খেয়ে হাসপাতালে সালমান খান

জন্মদিনের আগেই দুর্ঘটনার কবলে পড়লেন বলিউড সুপারস্টার সালমান খান। সাপে কামড় দিয়েছে বলিউড ‘ভাইজান’কে। মুম্বাইয়ের উপকণ্ঠে পানভেলের খামারবাড়িতে সময় কাটাচ্ছিলেন অভিনেতা। সেখানেই ঘটে এই ঘটনা।

তড়িঘড়ি অভিনেতাকে নিয়ে যাওয়া হয় নবী মুম্বাইয়ের এক হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয় তাকে। হাসপাতাল সূত্রে খবর, আপাতত তিনি ভালো আছেন। আর চিকিৎসকেরা জানিয়েছেন, সাপটি বিষধর নয়।

জানা গেছে, বড়দিনের রাতে বন্ধুবান্ধবের সঙ্গে বাগান বাড়ির বাগানে বসে গল্প করছিলেন সালমান খান। তখনই হাতে ছোবল মারে সাপ।

আগামীকাল (২৭ ডিসেম্বর) অভিনেতার ৫৬তম জন্মদিন। ঠিক তার আগেই এই ঘটনা। কিন্তু এই অবস্থায় কী করবেন সালমান? পরিবারের সকলকে নিয়ে পারবেন আনন্দে মেতে উঠতে? বর্তমানে এই প্রশ্ন উঠছে অনুরাগীমহলে।

‘টাইগার ৩’-র কাজ নিয়ে সম্প্রতি ব্যস্ত ছিলেন অভিনেতা। বলিউড সূত্রে খবর, শুটিং করতে বিদেশেও গিয়েছিলেন সালমান। তবে এই ঘটনার কারণে আপাতত কয়েক দিন বিশ্রামে থাকতে হতে পারে তাকে।

সূত্র : আনন্দবাজার

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো