35 C
Dhaka
Wednesday, June 7, 2023

সালথায় আঃলী‌গের ৭২তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী‌তে বঙ্গবন্ধুর ম‌্যুড়া‌লে শ্রদ্ধা নি‌বেদন

ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় বাংলা‌দে‌শ আওয়ামী লী‌গের ৭২তম প্রতিষ্ঠা বা‌র্ষিকী পা‌লিত হ‌য়ে‌ছে। এই উপল‌ক্ষে বুধবার (২৩‌ জুন) বেলা ১০টায় উপ‌জেলা প‌রিষদ চত্ত‌রে অব‌স্থিত জা‌তির জনক বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমা‌নের ম‌্যুড়া‌লে উপ‌জেলা আওয়ামীলী‌গের পক্ষ থে‌কে শ্রদ্ধা নি‌বেদন করা হ‌য়।

উপ‌জেলা আওয়ামীলী‌গের সভাপ‌তি মোঃ দে‌লোয়ার হো‌সেন মিয়ার সভাপ‌তি‌ত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন, উপ‌জেলা প‌রিষ‌দের চেয়ারম‌্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপ‌জেলা আওয়ামীলী‌গের সহ-সভাপ‌তি হা‌বিবুর রহমান হা‌মিদ, সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফ‌কির মিয়া, সাংগঠ‌নিক সম্পাদক চৌধুরী সা‌ব্বির আলী, উপ‌জেলা যুবলী‌গের সভা‌প‌তি খায়রুজ্জামান বাবু, সহ-সভাপ‌তি শওকত হো‌সেন মুকুল, সাধারণ সম্পাদক বেলা‌য়েত হো‌সেন মাতুব্বর, উপ‌জেলা বঙ্গবন্ধু প‌রিষ‌দের সভাপ‌তি বীর মু‌ক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বর, রামকান্তপুর ইউ‌নিয়ন আওয়ামীলী‌গের সাধারণ সম্পাদক আশরাফ আ‌লি লিটু, ইতালি আওয়ামীলী‌গের সাংগঠ‌নিক সম্পাদক আব্দুর রহমান, যুবলীগ নেতা সো‌হেল মাহমুদ, আওয়ামীলীগ নেতা দুলাল কাজী প্রমূখ। এছাড়াও আওয়ামীলীগ ও এর বি‌ভিন্ন অঙ্গ সংগঠ‌নের নেতৃবৃন্দ উপ‌স্থিত ছি‌লেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো