35 C
Dhaka
Wednesday, June 7, 2023

সালথায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন এর স‌ম্মেলন অনু‌ষ্ঠিত।

সালথায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন এর স‌ম্মেলন অনু‌ষ্ঠিত।

আকাশ সাহাঃ ফ‌রিদপুর প্রতি‌নি‌ধিঃ
ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন এর ৪‌টি ইউ‌নিয়‌নের স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। উপ‌জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন এর আ‌য়োজ‌নে মঙ্গলবার (১লা ডি‌সেম্বর) বিকাল ৩টায় ইউসুফ‌দিয়া উচ্চ বিদ‌্যালয় মাঠ প্রঙ্গ‌নে এই স‌ম্মেলন অনু‌ষ্ঠিত হয়। স‌ম্মেল‌নের মাধ‌্যমে উপ‌জেলার ভাওয়াল, রামকান্তপুর, আটঘর ও যদুনন্দী ইউ‌নিয়‌নে নতুন ক‌মি‌টি ঘোষনা করা হয়।

সালথায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন এর স‌ম্মেলন অনু‌ষ্ঠিত।

সালথা উপ‌জেলা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন এর স‌ভাপ‌তি মোঃ হোসাইন আলীর সভাপ‌তি‌ত্বে এসময় উপ‌স্থিত ছি‌লেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন এর ফ‌রিদপুর জেলা শাখার সভাপ‌তি রাতুল মাতুব্বর, সহ সভাপ‌তি সোহান মিয়া, সহ সভাপ‌তি নাজমুল হো‌সেন, সাধারন সম্পাদক মহ‌সিন প্রত‌্যয়, ফ‌রিদপুর সদর উপ‌জেলা শাখার সভাপ‌তি মিথুন মিয়া সৈ‌নিক, হা‌সিবুল মাতুব্বর, সালথা উপ‌জেলা শাখার যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংগঠ‌নিক সম্পদক আসাদুজ্জামান খান বাবুল প্রমূখ।

সম্মেলন অনুষ্ঠান‌টির সা‌র্বিক তত্ত্বাবধায়‌নে ছি‌লেন বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন সালথা উপ‌জেলা শাখার সাধারণ সম্পাদক ফিরোজ খান (রাজ) এবং সঞ্চালনা ক‌রেন সহ সভাপতি আল মামুন।

বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ছাত্র ফেডারেশন এর স‌ম্মেলনে সালথা উপ‌জেলার ভাওয়াল, রামকান্তপুর, আটঘর ও যদুনন্দী ইউ‌নিয়‌নের নতুন ক‌মি‌টি ঘোষনা দেওয়া হয়। পাশাপা‌শি বঙ্গবন্ধুর সোনার বাংলা ও সেখ হা‌সিনার ডি‌জিটাল বাংলা‌দেশ বি‌নির্মা‌নে সবাই‌কে একসা‌থে কাজ করার কথা বলা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো