আকাশ সাহাঃ সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) মারুফা সুলতানা খান হীরামনি`র বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে সোমাবার (২১ জুন) বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় উপস্তিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, মহিলা ভাইসচেয়ারম্যান রুপা বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাস, সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসিকুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান ফকির মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি খায়রুজ্জামান বাবু মোল্যা প্রমূখ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণচন্দ্র চক্রবর্তী।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা মারুফা সুলতানা খান হীরামনির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন পাশাপাশি তার কর্ম জীবনের সফলতা কামনা করেন।
উল্লেখ্য, মারুফা সুলতানা খান হীরামনি গত ২৫শে অক্টোবর ২০২০ তারিখে সালথা উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেন এবং বর্তামানে ঢাকার রমনায় বদলি হন। সালথার সার্বিক উন্নয়নে মারুফা সুলতানা খান হীরামনি ব্যাপক ভূমিকা রাখেন।