24 C
Dhaka
Saturday, April 1, 2023

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুর ৭ নম্বর গ্যাস কূপ সংলগ্ন এলাকায় বাস-ইজিবাইক- মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের পাশে এ দুর্ঘটনা ঘটে।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে একটি যাত্রীবাহী বাস জাফলংয়ের দিকে যাচ্ছিল। হরিপুর ৭ নম্বর গ্যাস কূপ সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি সরাসরি বাসের সামনে পড়ে। এ সময় বাসের সঙ্গে মোটরসাইকেলটি ধাক্কা খেয়ে ইজিবাইকের ওপর গিয়ে পড়লে ঘটনাস্থলেই তিনজন মারা যান। বাসটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে গেলে বাসের কয়েকজন যাত্রী আহত হন।

জৈন্তাপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলে আমাদের পুলিশের একটি টিম হয়েছে। এ ঘটনায় এক শিশুসহ দুই পুরুষ মারা গেছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো