ইহুদি-আমেরিকান একটি গোষ্ঠী সম্প্রতি গোপনে সৌদি আরব সফর করেছে। ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে তারা সৌদি আরব সফর করেন।
এই ঘটনার পর ধারণা করা হচ্ছে আগামী কয়েক মাস অথবা বছরখানেকের মধ্যে সৌদি আরবের সাথে ইহুদিবাদী ইসরাইলের সম্পর্ক স্বাভাবিক হয়ে যেতে পারে।
ইহুদি-আমেরিকান গ্রুপের এই প্রতিনিধিদলে ২০ জন সদস্য ছিলেন। তারা সৌদি আরবের অন্তত ছয় মন্ত্রী ও রাজপরিবারের প্রতিনিধিসহ দেশটির শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন।
সৌদি কর্মকর্তাদের আমন্ত্রণে এবং মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমর্থনে এই সফর অনুষ্ঠিত হলো। এর আগে ইহুদি-আমেরিকান প্রতিনিধিদল সংযুক্ত আরব আমিরাত সফর করেছিল। এই দেশটি সাম্প্রতিকালে ইসরাইলের সঙ্গে সবার আগে সম্পর্ক স্বাভাবিক করে।
প্রতিনিধিদলের সদস্য এবং ব্যবসায়ী ফিল রোজেন ইসরাইলের ওয়াই নেট নিউজ ওয়েবসাইটকে বলেন, সৌদি কর্মকর্তারা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য তাদের জনগণকে প্রস্তুত করছেন। তিনি আরো বলেন, আগামী কয়েক মাস অথবা বছরখানেকের মধ্যে যদি সৌদি আরব ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে তাহলে তাতে আমি অবাক হব না।
সুত্রঃ পার্সটুডে।