32 C
Dhaka
Tuesday, June 6, 2023

স্থাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই।

নাটোরের গুরুদাসপুর যোগেন্দ্রনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বছরের শুরুতে শিক্ষার্থীদের হাতে বিনামূল্যে তুলে দেওয়া হয়েছে নতুন বই।

এবছর করোনা ভাইরাসের কারণে অন্যান্য বছরের মতো বই উৎসব ছাড়াই স্বাস্থ্যবিধি মেনে বই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এরকম মহামারীকালে হাতে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত স্কুলের শিক্ষার্থীরা।

নতুন বই পেয়ে ও দীর্ঘ নয় মাস পর সহপাঠীদের সাথে মেশার সুযোগ পেয়ে অভিভূত তারা। শুক্রবার ( ১ জানুয়ারি) বন্ধের দিন বিদ্যালয়ে গিয়ে দেখা যায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করেন প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম ও অনান্য শিক্ষকরা ।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো শহিদুল ইসলাম বলেন
দীর্ঘদিন বিদ্যালয় বন্ধ থাকার পরেও শিক্ষার্থীদের হাতে সঠিক সময়ে স্থাস্থ্যবীধি মেনে নতুন বই দিতে পেয়ে সত্যিই ভাল লাগছে এবং এটাও আশা করছি যত দ্রত সম্ভব যেন ক্লাশে ফিরতে পারি।

নতুন বই পেয়ে বিদ্যালয়ের উচ্ছ্বসিত শিক্ষার্থীরা বলেন করোনার এই সময়ে নতুন বই পাবো কখনো ভাবতে পারিনি! অনেক দিন পরে সকল বন্ধুদের সাথে দেখা হয়েছে।সাথে নতুন বই অনেক ভালো লাগছে’।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো