29 C
Dhaka
Friday, March 31, 2023

স্বাস্থ্যঝুকি উপেক্ষা করে করোনা রোগীদের পাশে যবিপ্রবির লিমন

লিমন বলেন, বড় ভাই কোভিড পজিটিভ হওয়ার কারণে তাকে নিয়ে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রোগীদের বিভিন্ন ব্যায়াম করতে বলেন। কিন্তু রোগীরা স্বাভাবিক ব্যায়াম না জানায় লিমন নিজেই শরীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হওয়ায় মানব সেবার ইচ্ছা থেকে স্বেচ্ছায় এগিয়ে যান এবং করোনা পজিটিভ রোগীদের ওয়ার্ড এ গিয়ে গিয়ে বিভিন্ন ধরনের ব্যায়ামের প্রশিক্ষন দেন। এ পর্যন্ত তিনি রোগীদের বিভিন্ন ধরনের ব্যায়াম শিখিয়েছেন। তবে নিয়মিত চর্চা না করালে রোগীরা তা ভূলে যান বলে জানান তিনি।

তিনি আরও বলেন, ব্যায়াম করার কারণে আক্রান্ত হওয়া ব্যক্তিদের শারীরিক ও মানসিক সুস্থতা বৃদ্ধি পাচ্ছে এবং প্রতিনিয়ত সবাই ব্যায়াম চর্চার প্রতি আগ্রহী হয়ে উঠছে। এপর্যন্ত তিনি ৫০ জন কোভিড-১৯ পজিটিভ রোগীকে শরীরচর্চা সেবা দিতে সক্ষম হয়েছেন।

হাসপাতাল কতৃপক্ষের অনুমতি পলে ও সৎ ইচ্ছা থেকে তিনি তার সেবা মূলক কাজ চালিয়ে যেতে যান।

সার্বিকভাবে সহযোগিতা ও অনুকূল পরিবেশ পেলে তার তৈরি করা প্রতিষ্ঠান “স্পোর্টস স্কুল” এর মাধ্যমে এ সেবাকে দেশব্যাপী ছড়িয়ে দিতে চান লিমন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো