পূর্ব ঘোষণা অনুযায়ী হংকং এর বাসিন্দাদের জন্য রোববার থেকে বিশেষ ভিসার সুবিধা দিতে যাচ্ছে যুক্তরাজ্য। চীনের বিশেষায়িত অঞ্চল হংকংয়ের তিন লাখ বাসিন্দা ও ব্রিটিশ পাসপোর্টধারীরা স্মার্টফোনে অ্যাপ ব্যবহার করে ভিসার জন্য আবেদন করতে পারবেন।
১৯৯৭ সালের আইন অনুযায়ী হংকংয়ের বাসিন্দারা যুক্তরাজ্যে কাজ ও থাকার জন্য পাঁচ বছরের থাকার সুযোগ পেত। এরপর নাগরিকত্বের আবেদন করতেন তারা। কিন্তু পরে এর পরিবর্তন আনা হয়। তবে যুক্তরাজ্যের এই পদেক্ষপকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন ও চীনের অভ্যন্তরীণ ইস্যুতে হস্তক্ষেপ না করার আহ্বান জানিয়েছে বেইজিং। একই সঙ্গে হংকংয়ের বাসিন্দাদের ভিসা ও নাগরিকত্ব না দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। গত বছরে চীন হংকং-এ বিতর্কিত নিরাপত্তা আইন পাস করলে, এর প্রতিবাদ জানায় যুক্তরাজ্য। আর এরপরই বিশেষ ভিসা দেয়ার ঘোষণা দেয় বরিস প্রশাসন।