28 C
Dhaka
Sunday, March 26, 2023

হিলিতে নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

হিলি প্রতিনিধিঃ স্বাধীনতা ৫০ বছরপূতি উপলক্ষে দিনাজপুরের হিলিতে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান স্বাধীনতা দিবস।

আজ বৃহস্পতিবার স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও উপজেলা প্রশাসনের আয়োজনে হিলির সীমান্তবর্তী মুহাড়াপাড়া এলাকায় সূর্যদয়ের সাথে সাথে সন্মুখ সমরে ৩১ বার তোপধ্বনীর মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। পরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বরণে নির্মিত সম্মুখ সমর সৃতি স্তম্ভে ফুলদিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। 

উপজেলা আওয়ামীলীগ, হাকিমপুর প্রেসক্লাব সহ বিভিন্ন সংগঠন ও স্থানীয় জনসাধারণ পক্ষ থেকে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা ও স্বরণ করা হয়।  পরে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া খায়ের করা হয়। 

বাংলাহিলি বাজারের  আওয়ামীলীগের অস্থায়ী দলীয় কার্য়ালযে সকালে জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে  বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ ও  শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া  করা হয়।

এসময় উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা চেয়ারম্যান হারুন-উর-রশিদ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন, সাংগঠনিক সম্পাদক সোহরাব হোসেন মল্লিক প্রতাপ সহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো