31 C
Dhaka
Sunday, May 28, 2023

হিলি চেকপোষ্ট দিয়ে ৮ দিনে দেশে ফিরেছেন ৪৮ জন পাসপোর্ট যাত্রী

নুরুজ্জামান হোসেন, হিলি প্রতিনিধি: চলতি বছরের জানুয়ারী মাসের ৮ দিনে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ৪৮ জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী দেশে ফিরেছে। এদের মধ্যে কারো শরীরে করোনা শনাক্ত হয়নি বলে হাকিমপুর  হাসপাতাল কতর্ৃপক্ষ। ভারতের পশ্চিম বঙ্গে আবারও করোনার বৃদ্ধি পাওয়া করোনা প্রতিরোধে হিলি ইমিগ্রেশন,কাস্টমস ও হাকিমপুর হাসপাতাল সার্বক্ষনিক কাজ করে যাচ্ছে।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের অফিসার ইনচার্জ সেকেন্দার আলী জানান, হিলি চেকপোষ্ট দিয়ে ভারতে প্রবেশ বন্ধ থাকলেও চলতি ২০২২ সালের ১ লা জানুয়ারী থেকে ৮ জানুয়ারী পর্যন্ত ভারত থেকে ৪৮ জন বাংলাদেশী পাসপোর্ট যাত্রী হিলি ইমিগ্রেশন দিয়ে দেশে ফিরে এসছে। এদের শরীরে কোন করোনা ভাইরাসের নমুনা পাওয়া যায়নি।

হিলি হাকিমপুর হাসপাতালের মেডিক্যাল অফিসার হুমায়ুন কবির জানান, হাসপাতালের  একটি মেডিক্যাল টিম ইমিগ্রেশন চেকপোষ্টে সাবক্ষনিক কাজ করে যাচ্ছে।ভারত থেকে বাংলাদেশী পাসপোর্ট যাত্রী দেশে প্রবেশের সাথে সাথে তাদের করোনার র‍্যাপিট এন্টিজেন টেস্ট করানো হচ্ছে। এই টেস্টে ১লা জানুয়ারী থেকে এ পর্যন্ত কোন করোনা রুগী পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো