35 C
Dhaka
Wednesday, June 7, 2023

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি বন্ধ

ভারতে সরকারী ভাবে অতিমাত্রায় ফি নির্ধারণ ও অভার লোডিং বন্ধের কারণে আজ শনিবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পাথর আমদানি বন্ধ রয়েছে।

হিলি স্থলবন্দরের পাথর ব্যবসায়ীরা জানিয়েছেন, ভারতের ট্রাক পার্কিংয়ে এতোদিন ট্রাক প্রতি ১শ টাকা হারে পার্কিং চার্জ আদায় করা হতো। বর্তমানে এই চার্জ এক লাফে ৪শ টাকা নির্ধারণ কর হয়েছে। এছাড়াও সরকারী সংস্থা পাথর বোঝায় ট্রাকে ১৫ থেকে ১৬ টনের অধিক পরিমান পাথর বহন করতে না দেয়ায় বাংলাদেশে পাথর রফতানি সাময়িক ভাবে বন্ধ রেখেছেন ভারতের পাথর রফতানি কারকরা।

এবিষয়ে ভারতের ব্যবসায়ীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন বন্দরের আমদানিকরাকরা। তারা আশা করছেন,আগামী দুই এক দিনের মধ্যেই এই সমস্যার সমাধান হয়ে যাবে এবং বাংলাদেশে পাথর রফতানি পুনরায় চালু হবে।

এদিকে পাথর আমদানি বন্ধ থাকায় ক্ষতির মুখে পড়েছে বন্দরের ব্যবসায়ীরা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো