27 C
Dhaka
Wednesday, November 30, 2022

হেফাজত নেতা মামুনুলকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন এমপি নিক্সন!

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য স্থাপনের বিরোধিতাকারী হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে যুবলীগের সঙ্গে ‘খেলায়’ নামার চ্যালেঞ্জ দিয়েছেন সাংসদ মুজিবর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী।

অনলাইন ডেস্ক:- গতকাল সোমবার চট্টগ্রাম নগরীর পুরনো রেলস্টেশনে যুবলীগের এক সংবর্ধনায় তিনি একথা বলেন। হেফাজত নেতা মাওলানা মামুনুল হকের প্রতি চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, দেখতে পেলাম একজন মামুনুল হক মঞ্চে দাঁড়িয়ে বক্তৃতা করে চ্যালেঞ্জ করছেন। সারা দেশের যুবলীগের সঙ্গে লড়ে দেখেন। যুবলীগ মাঠে নামলে এক সেকেন্ডও দাঁড়াতে পারবেন না।

 

কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক বদিউল আলমের এ সংবর্ধনা সভার আয়োজন করে চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলা যুবলীগ। ভাস্কর্য বিরোধীদের উদ্দেশে তিনি বলেন, যদি সাহস থাকে মাঠে আসেন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো