পাকিস্তানের বিমান বাহিনীতে যুক্ত হয়েছে চীনের তৈরি ২৫টি উন্নত যুদ্ধবিমান। এর ফলে আকাশে প্রতিবেশী ভারতকে মোকাবেলা করা অনেক সহজ হবে বলে পাকিস্তানের সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন।
যুদ্ধবিমানের বহর শক্তিশালী করার অংশ হিসেবে চীনের কাছ থেকে জে-১০সি মডেলের যুদ্ধবিমান কিনেছে পাকিস্তান। শুক্রবার ‘কামরা’ বিমান ঘাঁটিতে এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন যুদ্ধবিমানগুলো বিমান বাহিনীতে অন্তর্ভুক্ত করে পাকিস্তান। যুদ্ধবিমান অন্তর্ভুক্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী ইমরান খান।
তিনি নতুন যুদ্ধবিমানের সংযোজনকে দেশের জন্য বড় ঘটনা বলে অভিহিত করেছেন।
জে-১০সি যুদ্ধবিমান বহুমুখী কাজে ব্যবহার করা যায়। এগুলো সব ধরনের আবহাওয়ায় বিশেষকরে রাত্রিকালীন অভিযানের উপযোগী করে তৈরি করা হয়েছে।
সামরিক বিশেষজ্ঞরা বলছেন, চীনের প্রতিরক্ষা বাহিনীর বহরে থাকা যুদ্ধবিমানের মধ্যে সবচেয়ে বেশি আস্থা রাখার মতো একটি হলো জে-১০সি মডেলের এই যুদ্ধবিমান। চতুর্থ প্রজন্মের এই যুদ্ধবিমানের আকার মাঝারি ধরনের।
পাকিস্তানের চির প্রতিদ্বন্দ্বী ভারতের কাছে রয়েছে ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমান। চীন থেকে কেনা যুদ্ধবিমানগুলো ভারতের রাফায়েল বিমান বহরকে মোকাবেলা করতে সক্ষম হবে বলে পাকিস্তান আশা করছে।
সুত্রঃ পার্সটুডে।