করোনার কারণে ৪২তম বিশেষ বিসিএসের ভাইভা পরীক্ষা স্থগিত করা হয়েছে।
স্বাস্থ্য ক্যাডারে দুই হাজার চিকিৎসক নিয়োগের লক্ষ্যে ২৩ মে থেকে ৪২তম বিসিএসের ভাইভা শুরু হয়। ৩০ জুন পর্যন্ত এই ভাইভা হওয়ার কথা ছিল। ভাইভায় মোট প্রার্থীর সংখ্যা ছয় হাজার ২২ জন।
এসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বাংলাদেশ সরকারি কর্মকমিশন (বিপিএসসি) জানিয়েছে, করোনার ঊর্ধ্বমুখী সংক্রমণের পরিস্থিতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ২৭ জুন থেকে ৪২তম বিশেষ বিসিএসের ভাইভা স্থগিত করা হয়েছে। স্থগিত মৌখিক পরীক্ষার পরিবর্তিত তারিখ ও সময় যথাসময়ে অবহিত করা হবে।