36 C
Dhaka
Tuesday, June 6, 2023

৬৪কেজি গাঁজাসহ ৫জন আটক!

পাবনাঃ- পাবনা র‌্যাব-১২ ক্যাম্পের সদস্যরা ৬৪ কেজি গাঁজা এবং দুটি পিকআপ ভ্যানসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ।

মঙ্গলবার (১২ জানুয়ারি) এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাবের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার জানান।

আজ ভোর রাতে র‌্যাবের বিশেষ অভিযানে সদর উপজেলার গাছপাড়া বাইপাস মোড়ে চেকপোস্ট স্থাপন করে গাঁজাসহ ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তিরা হলো কুড়িগ্রাম জেলার ফুলবাড়ি চন্দ্রখানা গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে মোঃ আবুল কাশেম (৩৮), ভূরুঙ্গামারীর পাইকেরছড়া গ্রামের আব্দুল কাদেরের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (২৩), একই এলাকার মৃত আতাউর রহমানের ছেলে (মিনিট্রাক চালক) মোঃ ফয়সাল আহম্মেদ (৩৫), মোঃ শুকুর আলীর ছেলে মোঃ স্বপন ইসলাম (২৩) এবং ভূরুঙ্গামারীর দক্ষিণ ভদ্রেরছড়া গ্রামের সামির উদ্দিনের ছেলে মোঃ রঞ্জু (২৪)।

জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ পরিবহনের মাধ্যমে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন জেলায় গাঁজা কেনা-বেচা করে আসছিল।

তাদের বিরুদ্ধে পাবনা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো