ঈশ্বরদী প্রতিনিধিঃ বেসরকারি চ্যানেল ৭১ টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মঞ্জুর মোর্শেদ খান রিয়েন (৩৮) ইন্তেকাল করেছেন। (ইন্না—রাজিউন) ।
শুক্রবার (৯ এপ্রিল) সকালে তিনি ইন্তেকাল করেন।
রিয়েন ঈশ্বরদী শহরের পূর্বটেংরী (আমবাগান) এলাকার বাসিন্দা ভাষাসৈনিক মাহাবুব আহমেদ খানের নাতি ও জেম খানের ছেলে।
রিয়েন খান বেসরকারি টেলিভিশন চ্যানেল ৭১ এর বিশেষ প্রতিনিধি ছিলেন। দুর্ঘটনায় দীর্ঘদিন অসুস্থ থাকার পর শুক্রবার সকালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি বাবা-মা, ভাই-বোন, আত্মীয়স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, রিয়েন খানের জানাযা শুক্রবার বাদ আসর (বিকাল সোয়া ৫টায়) ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থান মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। পরে তাকে ঈশ্বরদী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হবে।
রিয়েন খানের অকাল মৃত্যুতে ঈশ্বরদী প্রেসক্লাব নেতৃবৃন্দ, বিএমএসএস কেন্দ্রীয় কমিটি,দৈনিক সত্যের সকাল,সাপ্তাহিক স্বকাল বাংলা, সাপ্তাহিক সময়ের ইতিহাস ও অনলাইন নিউজ পোর্টাল ইতিহাস টুয়েন্টিফোর পরিবার গভীরভাবে শোকাহত।
আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করি।