28 C
Dhaka
Sunday, March 26, 2023

৮৫ শতাংশ শিক্ষার্থীর মতে উপবৃত্তির টাকা যথেষ্ট নয়

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ করাসহ নারী শিক্ষার সার্বিক উন্নয়নে সিকি শতাব্দীরও বেশি সময় ধরে উপবৃত্তি দিয়ে আসছে সরকার। শিক্ষাবান্ধব আওয়ামী লীগ সরকার গত এক দশকে এই উপবৃত্তির আকার-পরিধি ও টাকার পরিমাণ বহুগুণ বৃদ্ধি করেছে। যদিও ৮৫ দশমিক ৪৭ শতাংশ শিক্ষার্থী মনে করেছেন, উপবৃত্তির টাকা তাদের খরচ চালানোর জন্য যথেষ্ট নয়।

 

 

দেশের মাধ্যমিক শিক্ষার উন্নয়নে বর্তমানে সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেষ্টমেন্ট প্রোগ্রাম (সেসিপ) কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। দেশের সব মাধ্যমিক স্কুল এ কর্মসূচির আওতাভুক্ত। এ কর্মসূচির সবল ও দুর্বলতা পর্যালোচনা করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। গত জুন মাসে প্রকাশিত আইএমইডির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

 

দেশের আট বিভাগের আটটি জেলা থেকে দুটি করে উপজেলা নিয়ে মোট ১৬টি উপজেলার ৩২টি শিক্ষাপ্রতিষ্ঠানে সমীক্ষা করেছে আইএমইডি। সমীক্ষায় ৬৪০ জন শিক্ষার্থীকে নমুনা হিসেবে নেয়া হয়। এ ছাড়া শিক্ষক, অভিভাবক, ব্যবস্থাপনা কমিটি এবং কর্মকর্তাদের মতামত নেয়া হয়েছে।

 

সমীক্ষায় বলা হয়েছে, ঝরে পড়া রোধে উপবৃত্তিসহ বিভিন্ন উদ্যোগ কাজে দিচ্ছে। তবে সমীক্ষায় অংশ নেয়া ৮৫ দশমিক ৪৭ শতাংশ শিক্ষার্থী মনে করেন, উপবৃত্তির টাকা তাদের খরচ চালানোর জন্য যথেষ্ট নয়। এ ছাড়া প্রায় ৬০ শতাংশ শিক্ষার্থী জানিয়েছে, তাদের, বিদ্যালয়ে কাউন্সেলিং কর্মসূচি চালু আছে। পরামর্শক দল মনে করে, বাকি বিদ্যালয়গুলোতেও কাউন্সিলিং কর্মসূচি চালু করা উচিত, যাতে ঝরে পড়ার হার শূন্যের কোটায় চলে আসে।

 

 

বর্তমানে প্রাক-প্রাথমিকের শিক্ষার্থীরা মাসিক ৭৫ টাকা উপবৃত্তি পান। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের এক সন্তান বিশিষ্ট পরিবারের মাসিক উপবৃত্তি ১৫০ টাকা। দুই সন্তান বিশিষ্ট পরিবারের উপবৃত্তি ৩০০টাকা, তিন সন্তান বিশিষ্ট পরিবারের উপবৃত্তি ৪০০টাকা ও ৪ সন্তান বিশিষ্ট পরিবারের উপবৃত্তি ৫০০টাকা করা হয়েছে।

 

মাধ্যমিক স্তরের ৬ষ্ঠ ও ৭ম শ্রেণির শিক্ষার্থীরা মাসে ২০০ টাকা পান। বছরে ৩৫টাকা টিউশন ফি হিসেবে স্কুলকে দেয়া হয়। ৮ম শ্রেণির শিক্ষার্থীরা মাসে ২৫০ টাকা পান। বছরে ৩৫টাকা টিউশন ফি হিসেবে স্কুলকে দেয়া হয়। ৯ম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের উপবৃত্তি বাবদ দেয়া হয় মাসে ৩০০ টাকা। তাদের টিউশর ফি বাবাদ ৫০ টাকা স্কুলে দেয়া হয়। আর দশম শ্রেণির শিক্ষার্থীদের বছরে ১ হাজার টাকা স্কুলে দেয় সরকার। উচ্চমাধ্যমিক স্তারের শিক্ষার্থীরা মাসে ৪০০ টাকা উপবৃত্তি ও বই কেনার টাকা পান।

 

সূত্র:- দৈনিক শিক্ষা।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো