নড়াইল সদর থানা পুলিশের হাতে মাদক ব্যবসায়ী দুই ভাই গ্রেফতার। শনিবার ১২ ফেব্রুয়ারি গোপন তথ্যের ভিত্তিতে নড়াইল সদর থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে সদর থানাধীন মির্জাপুর গ্রামের মাদক ব্যবসায়ী দুই ভাই মোঃ শিমুল শেখ (৩৬) এবং সুজন শেখ (২০), উভয় পিতাঃ মোতালেব শেখ, সাং মির্জাপুর, থানা ও জেলাঃ নড়াইলদ্বয় গ্রেফতার হয়েছে।
পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ জনাব শওকত কবীর এর তত্ত্বাবধানে এএস আই মোঃ আনিস, এএসআই মোঃ মাহফুজ সঙ্গীয় ফোর্স কনস্টেবল মোঃ জাকির সহ মাদক ব্যবসায়ীদ্বয়কে গ্রেফতার করে উভয়ের নিকট থেকে ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করে।
আসামিদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে তাদের কোর্টে সোপর্দ করা হয়েছে। নড়াইল জেলা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত আছে।