32 C
Dhaka
Sunday, March 26, 2023

নিউ এরা ফাউন্ডেশনের উদ্দ্যেগে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন

ঈশ্বরদী প্রতিনিধিঃ “বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, সকল শিশুর সমান অধিকার”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঈশ্বরদীর বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন নানা কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করেছে।

কর্মসূচীর মধ্যে ছিলো সকালে শিশুদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন ও ঈশ্বরদী উপজেলা ও পৌর আওয়ামীলীগ কার্যালয়ে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

১৭ মার্চ (বৃহঃপতিবার) সকাল ১০টাতে শিশু-কিশোরদের জন্য চিত্রাংকন প্রতিযোগিতা,যুবদের রচনা প্রতিযোগীতা, প্রবীণ ভাতা প্রদান, বিশেষ চক্ষুক্যাম্প, গাছের চারা বিতরণ এবং দুপুরে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীর সমন্বয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল।

ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ নায়েব আলী বিশ্বাস,সাবেক পিপি এডভোকেট আক্তারুজ্জামান মুক্তা।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জীবনী নিয়ে বক্তব্য রাখেন,ফাউন্ডেশনের পরিচালক শফিকুল ইসলাম।

নিউ এরা ফাউন্ডেশনের উদ্দ্যেগে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপন
এ সময় সাংবাদিক জাহাঙ্গীর হোসেন,শেখ মহসিন, মহিদুল ইসলাম,খালেদ মাহমুদ সুজন,উজ্জল হোসেন প্রধান,সমৃদ্ধি সমন্বয়কারী এস এম জাহাঙ্গীর আলম, এলাকা ব্যবস্থাপক,শাখা ব্যবস্থাপকসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে মঞ্জুর রহমান বিশ্বাস বলেন,গভীর রাজনৈতিক প্রজ্ঞা,আত্মত্যাগ ও জনগণের প্রতি অসাধারণ মমত্ববোধের কারণেই পরিণত বয়সে বঙ্গবন্ধু হয়ে ওঠেন বাঙালি জাতির অবিসংবাদিত নেতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তার কর্ম ও আদর্শ চিরকাল আমাদের মাঝে বেঁচে থাকবে।

অনুষ্ঠানে ফাউন্ডেশনের পরিচালক শফিকুল ইসলাম বলেন,বঙ্গবন্ধু বাঙালী জাতির স্বাধীনতার প্রতীক,মুক্তির দূত,প্রেরণার বাতিঘর। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে দেশ গড়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফাউন্ডেশনের উপ-পরিচালক সাংবাদিক মোস্তাক আহমেদ কিরণ।

প্রতিযোগীতায় বিচারকের দায়িত্বপালন করেন, ফাউন্ডেশনের উপদেষ্টা ফৌজিয়া মঞ্জুর,সাংবাদিক খন্দকার মাহবুবুল হক দুদু ও নাসরিন আক্তার শেলি।

অনুষ্ঠানে রচনা প্রতিযোগীতায় বিজয়ী হুমায়রা আফিয়া শশী,মোছাঃ জেরিন তাসনিম,আজমেরী আক্তার মিম, চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ী মোছাঃ জান্নাতুল মাওয়া, আরিজ আহমেদ,খাতুনে জান্নাত,মারুফা আক্তার মুস্তারী,মোছাঃ মেহেরুন আফরিন মালিহা,গালিব,মোছাঃ হাফসা খাতুন,নোবেল হোসেন,মোহনা,পুরষ্কার বিতরণ ও দুস্থ,দরিদ্র ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষ্যে প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়সহ গুরুত্বপূর্ণ অফিসে আলোকসজ্জা করা হয়।

অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতির শ্রেষ্ঠসন্তানদের আত্মার স্মরনে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো