সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের কয়েকটি অবস্থানে রাশিয়া ও সিরিয়া যৌথভাবে বিমান হামলা চালিয়েছে। এতে সন্ত্রাসীদের বড় রকমের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
সন্ত্রাসীদের সঙ্গে ঘনিষ্ঠ কয়েকটি সূত্র গতকাল (রোববার) জানিয়েছে, তুরস্ক সীমান্তের কাছে সারমাদা শহরে একটি গ্যাস স্থাপনায় রাশিয়ার জঙ্গিবিমান হামলা চালায়। সন্ত্রাসী সূত্র এবং প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ওই বিমান হামলায় কয়েক ডজন সন্ত্রাসী নিহত হয়। বিমান হামলার পর সন্ত্রাসীদের অবস্থানে আগুন ধরে যায়।
‘সিরিয়াওয়াতান নিউজ’ তাদের টুইটার একাউন্টে বলেছে, সন্ত্রাসীদের ব্যবহৃত একটি গ্যাস স্থাপনা লক্ষ্য করে রুশ বাহিনী বিমান হামলা চালায়। তবে এ বিষয়ে মস্কোর পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয় নি।
এদিকে, লেবাননের সাংবাদিক হোসেইন মুর্তাজা বলেছেন, রাশিয়া এবং সিরিয়ার বাহিনী বাব আল-হাওয়া এবং সারমাদা শহরের কাছাকাছি কয়েকটি অবস্থানে হামলা চালিয়েছে এবং এতে তাকফিরি সন্ত্রাসীদের মারাত্মক ক্ষয়ক্ষতি হয়েছে।
চলতি মাসের প্রথম দিকে রাশিয়া ও সিরিয়ার সামরিক বাহিনী আলেপ্পো প্রদেশের একটি অস্থায়ী তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীলা ওই শোধনাগার থেকে তেল চুরি করছিল।#
সূত্র:- পার্সটুডে।।