33 C
Dhaka
Sunday, May 28, 2023

মোংলায় করোনা সংক্রমন হার বৃদ্ধি পাওয়ায় কঠোর বিধি নিষেধ আরপ করেছে উপজেলা প্রসাশন।

মোংলা উপজেলায় করোনা সংক্রমন হার বৃদ্ধি পাওয়ায় কঠোর বিধি নিষেধ আরপ করেছে উপজেলা প্রসাশন, এই বিধি নিষেধ আগামি ৩০-০৫-২০২১ (রবিবার) হতে পরবর্তী ০৮ দিন পর্যন্ত বলবৎ থাকবে। সংশ্লিষ্ট কমিটি কর্তৃক গৃহীত নির্দেশনাসমূহ বাস্তবায়নে সকলকে অনুরোধ করেন উপজেলা নির্বাহি অফিসার কমলেশ মজুমদার।

ঈদের পর পরই হঠাৎ করেই মোংলায় বেরে যায় করোনা সংক্রামনের হার, প্রশাসনের পক্ষথেকে বার বার সাস্থ্য সচেতনতার কথা বলা হলেও সাধারন মানুষের মাঝে রয়েছে সচেতনতার অভাব।

মোংলা উপজেলা করোনা সংক্রামন প্রতিরোধ কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহি অফিসার জনাব কমলেশ মজুমদার বলেন ৩০/৫/২০২১ রবিবার হতে মেংলায় মাস্ক পরা ব্যাতীত কাউকে পাওয়া গেলে তাকে আইনানুগ শাস্তির আওতায় আনা হবে। এবং পৌর শহরে প্রবেশ সংকুচিত ও সীমিত থাকবে। জরুরি পরিবহন ব্যতীত কোন যানবাহন ঢুকবে না। বিভিন্ন পয়েন্টে পুলিশ, আনসার ও স্বেচ্ছাসেবক থাকবে। ঔষধ, জরুরি কৃষিপণ্য ব্যতীত সকল দোকানপাট বন্ধ থাকবে। কাঁচাবাজার, মুদিবাজার, মাংস, মাছ ও ফলের দোকান সকাল ০৬ টা হতে বিকেল ০৩ টা পর্যন্ত খোলা থাকবে। হোটেল রেস্টুরেন্টে বসে খাওয়া যাবে না। তবে পার্সেল নেয়া যাবে। অন্য এলাকা, লাইটার জাহজ, বড় জাহাজ লঞ্চ হতে কেউ পৌর এলাকায় প্রবেশ করতে পারবে না।(প্রয়োজনে জাহাজে বাজার বা খাদ্য সামগ্রী পৌছে দেয়ার জন্য মোংলা পোর্ট পৌরসভা ব্যবস্থা করবে)নদীর ক্ষেয়া পারাপারের ক্ষেত্রে সর্বোচ্চ ১৬ জনকে আবশ্যিকভাবে মাস্ক পরিহিত অবস্থায় নৌকা পারাপার করতে হবে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সূত্রমতে মোংলায় করোনার হার শতকরা ৫০% বৃদ্ধি পেয়েছে।

 

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো