36 C
Dhaka
Tuesday, June 6, 2023

D.A.B. News – দৈনিক আমার বাংলা কর্তৃপক্ষ রাজু আহমেদ এর কার্ড বাতিল করেছে।

D.A.B. News – দৈনিক আমার বাংলা কর্তৃপক্ষ  রাজু আহমেদ এর কার্ড বাতিল করেছে।
D.A.B. News - দৈনিক আমার বাংলা কর্তৃপক্ষ রাজু আহমেদ এর কার্ড বাতিল করেছে।
নিউজ প্রতিবেদক:- আজ সকালে D.A.B. News – দৈনিক আমার বাংলা এর ওয়েবসাইট অত্র পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক স্বাক্ষরিত এক বিজ্ঞতে এই তথ্য জানানো হয় ।
নিচে বিজ্ঞপ্তির বিষয় বস্তু তুলে ধরা হলো:- সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে ,মো রাজু আহমেদ (D.A.B. News Id Card no BDRAJ17) চাঁপাইনবাবগঞ্জ জেলা এর ভাম্যমান প্রতিনিধি কে শিক্ষাগত যোগ্যতার মিথ্যা তথ্য প্রদানের অভিযোগে তার কার্ড এবং সদস্য পদ বাতিল করা হলো।
D.A.B. News - দৈনিক আমার বাংলা কর্তৃপক্ষ রাজু আহমেদ এর কার্ড বাতিল করেছে।
সেই সাথে মো রাজু আহমেদ কে নির্দেশন দেওয়া হচ্ছে যে ফেসবুক এবং অন্য কোন মাধ্যমে আমাদের কার্ড এর ছবি বা কপি ব্যাবহার করে থাকলে তা ০৩ দিনের মধ্যে প্রত্যাহার করতে হবে অন্যথায় আপনার বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিঃ দ্রঃ- এখন হতে উক্ত আদেশ বহাল থাকা পর্যন্ত তাদের সাথে D.A.B. News – দৈনিক আমার বাংলা এবং আমাদের সহ প্রতিষ্ঠান https://www.sottersokal.com
এর কোন সম্পর্ক নেই ।