Google ব্যস্ত সময় পার করছে পদ্মা সেতুবিষয়ক প্রশ্নে!

চলচ্চিত্রে যেমন হয়। ঘটনা এগোতে থাকে চূড়ান্ত পরিণতির দিকে। আর মাঝেমধ্যে থাকে চমক। পদ্মা সেতুর প্রতি মানুষের আগ্রহও অনেকটা তেমনই। অন্তত গুগলে পদ্মা সেতু নিয়ে তথ্য খোঁজার ধারা দেখে তা-ই মনে হবে।

পদ্মা সেতুর সর্বশেষ স্টিলের কাঠামো বা স্প্যান বসেছে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে। সেতুর ১২ ও ১৩ নম্বর খুঁটির ওপর বসানো হয় সেই ৪১তম স্প্যান। গুগল ট্রেন্ডসেও ব্যাপারটি স্পষ্ট হয়েছে।

Google ব্যস্ত সময় পার করছে পদ্মা সেতুবিষয়ক প্রশ্নে!
গুগলে পদ্মা সেতু নিয়ে তথ্য খোঁজার হার বেড়েছে আজ বৃহস্পতিবার

গত এক বছরের মধ্যে আজ গুগলে পদ্মা সেতু নিয়ে সবচেয়ে বেশি তথ্য খুঁজছে মানুষ। অবশ্য তিন সপ্তাহ ধরেই এ ব্যাপারে মানুষের বাড়তি আগ্রহও সেখানে পরিষ্কার হয়েছে।

Google ব্যস্ত সময় পার করছে পদ্মা সেতুবিষয়ক প্রশ্নে!

আর যখন নতুন কোনো স্প্যান বসেছে, সংবাদমাধ্যমে খবর হয়েছে, তখনো গুগলে মানুষের আগ্রহ বেড়েছে এ বিষয়ে।

Google ব্যস্ত সময় পার করছে পদ্মা সেতুবিষয়ক প্রশ্নে!
গুগলে গত এক বছরে বরিশাল বিভাগ থেকে পদ্মা সেতু নিয়ে সবচেয়ে বেশি তথ্য খোঁজা হয়

গত এক বছরে পদ্মা সেতু নিয়ে গুগলে সবচেয়ে বেশি তথ্য খোঁজা হয় বরিশাল বিভাগ থেকে। এরপর যথাক্রমে খুলনা, চট্টগ্রাম, রাজশাহী, ঢাকা, সিলেট এবং রংপুর বিভাগ।

Google ব্যস্ত সময় পার করছে পদ্মা সেতুবিষয়ক প্রশ্নে!
পদ্মা সেতুর দৈর্ঘ্য নিয়ে বেশি প্রশ্ন করেছেন গুগল ব্যবহারকারীরা

পদ্মা সেতুর দৈর্ঘ্য, হালনাগাদ তথ্য এবং নির্মিতব্য রেলপথের খোঁজখবর বেশি করেছে মানুষ।

Google ব্যস্ত সময় পার করছে পদ্মা সেতুবিষয়ক প্রশ্নে!
পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানোর পর ; ছবি প্রথম আলো ,সাজিদ হোসেন

এ বছর গুগল ট্রেন্ডসের ‘ইয়ার ইন সার্চ ২০২০’ প্রতিবেদনে বাংলাদেশ রাখা হয়নি বলে গুগলের পক্ষ থেকে একটু থামুনকে জানানো হয়েছে। সে কারণেই বাংলাদেশ থেকে সবচেয়ে বেশি খোঁজা বিষয়গুলোর মধ্যে পদ্মা সেতু আছে কি না, তা জানা সম্ভব হয়নি।

সূত্র:- প্রথম আলো অনলাইন।

পূর্ববর্তী খবরইরাকের কিরকুকে দুটি তেলক্ষেত্রে হামলা চালিয়েছে জঙ্গিরা
পরবর্তী খবরচ্যানেলে বিজ্ঞাপন দেখালেও টাকা দেবে না ইউটিউব!

Leave a Reply