ভালোবাসি তোমায় – মোঃ আনাস মোল্লা
ভালোবাসি তোমায় – মোঃ আনাস মোল্লা
দেখেছি যে দিন তোমায়,
ভালোবেসে ফেলেছি সেদিন তোমায়।
আজও বলতে পারিনি তোমায়,
ভালোবাসি আমি যে তোমায়।
হৃদয়ে রয়েছে তোমায় ঘিরে,
অনেক স্বপ্ন যে আমার।
এখনো বলতে পারিনি তোমায়,
ভালোবাসি যে আমি শুধু তোমায়।
জানিনা বলতে পারবো কী তোমায় ?
কতটা ভালবাসি আমি যে তোমায়।
তুমি যে আমার স্বপ্নের রানী।
আর আমার কল্পনার রুপসী কন্যা।
যত বার দেখি যে তোমায়,
আরও বেশি ভালোবেসে ফেলি তোমায়।
জানিনা কী ভাবে বলবো তোমায়?
আমি যে ভালোবাসি তোমায়।
Love you – Md Anas Molla
I saw you that day,
I fell in love with you that day.
I haven’t told you yet,
I love you.
In my heart,
I have many dreams.
I still can’t tell you,
Love that I’m just you.
I do not know what you can say?
How much i love you.
You are the queen of my dreams.
And the beautiful girl of my imagination.
Every time i see you,
The more I fall in love with you.
I do not know how to tell you?
I love you.
আরও কবিতা পড়ুনঃ তাহারেই পড়ে মনে কবিতা – লেখকঃ সুফিয়া কামাল ।