29 C
Dhaka
Tuesday, June 6, 2023

RAB-5 এর অভিযানে রাজশাহী জেলার চারঘাট ও বাঘা হতে সংঘবদ্ধ “ইমো” হ্যাকিং চক্র আটক

রাশেদুল, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :- RAB-5,রাজশাহী এর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন গত ১০ জুলাই ২০২১ ইং তারিখ দুপুর ০১:২০ ঘটিকা হতে সন্ধ্যা ০৭:০০ ঘটিকা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী জেলার চারঘাট থানাধীন খেড়ুর মোড় এলাকায় এবং বাঘা থানার আলাইপুর এলাকায় একটি অভিযান পরিচালনা করেন।

উক্ত অভিযানে, মোবাইল ফোন ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম “ইমো” হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় মোবাইল -১৩ টি, সিমকার্ড-১৮ টি, মেমোরীকার্ড-০১ টি, মোটর সাইকেল- ০১ টি ,নগদ টাকা-৩০,৭১৫/- টাকা সহ আসামী ১। মোঃ সেলিম রেজা (২৪), পিতা- মোঃ সামসুল সরকার, সাং- নন্দিগ্রাম, ২। মোঃ সাদিকুর ইসলাম (২৪), পিতা- মোঃ আনিসুল মোল্লা, সাং- তুলসীপুর, ৩। শান্ত বিশ্বাস, (২১), পিতা- ইতিম বিশ্বাস, ৪। মোঃ আবু জাফর (১৯), পিতা- মোঃ আবুল হোসেন, উভয় সাং- উত্তর মিলিক বাঘা, ৫। মোঃ রবিন ইসলাম (২২), পিতা- মৃত আবুল কালাম আজাদ, সাং- দক্ষিণ মিলিক বাঘা, ৬। মোঃ ইসরাফিল হোসেন ((৩০), পিতা- মৃত তাজ মোহাম্মদ, সাং- আলাইপুর, সর্ব থানা বাঘা ও জেলা- রাজশাহীগণকে হাতেনাহত আটক করতে সক্ষম হয়।ধৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

প্রতারনা-মুক্ত সমাজ গড়ে তোলার জন্য
RAB-কে তথ্য দিয়ে সহায়তা করুন।

এ সম্পর্কিত আরও পড়ুন

Leave a Reply

লেখক থেকে আরো