সত্যের সকালের মালিকানায় প্রকাশিত হতে যাচ্ছে ক্যাম্পাস ভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘The Campus – দ্য ক্যাম্পাস’। নিউজ পোর্টালটি ‘নেপথ্যের মানুষ’ মোঃ আনোয়ার হোসেন পত্রিকাটির সম্পাদক।
নিউজ পোর্টালটির দ্বিতীয় গুরুত্বপূর্ণ ব্যক্তি হলেন মোঃ আনাস মোল্লা। তিনি দায়িত্ব পালন করবেন নির্বাহী সম্পাদক হিসেবে।
চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে থেকেই নিউজ পোর্টালটি নিউজ প্রকাশ শুরু করবেন বলে জানিয়েছেন আনাস মোল্লা। ইতোমধ্যে নিউজ পোর্টালটিতে অনেকেই যোগদান করেছেন। হেড অফ বিজনেস অ্যান্ড মার্কেটিংয়ে যোগ দিয়েছেন মোঃ মাজেদুল ইসলাম এবং প্রকাশনা টিম প্রধান হিসাবে যোগ দিয়েছেন মোঃ আরাফাত হোসেন।
বর্তমানে রাজশাহী জেলার মোহনপুর মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ২য় তলায় অস্থায়ী ভাবে নিউজ পোর্টালটির কাজ চলছে পরে ঢাকাই স্থায়ী অফিসে এর কার্যক্রম শুরু হবে।
নতুন এ নিউজ পোর্টালের বিষয়ে নির্বাহী সম্পাদক আনাস মোল্লা বলেন, আসলে দীর্ঘ দিন থেকেই আমরা ক্যাম্পাস ভিত্তিক একটি সতন্ত্র নিউজ পোর্টাল চালু করার প্রস্তুতি নিচ্ছি। দীর্ঘ সময় নিয়ে বোঝাপড়া, হাউজ গোছানোসহ নানান সিদ্ধান্তের পর আমরা এখন প্রস্তুত। এর সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। নিউজ পোর্টালটি হবে দল নিরপেক্ষ। তবে ‘The Campus – দ্য ক্যাম্পাস’ মুক্তিযুদ্ধের চেতনা এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শোষণমুক্ত রাষ্ট্র গঠনের স্বপ্নকে সমুন্নত রাখার প্রয়াসে থাকবে অঙ্গীকারবদ্ধ।
পত্রিকাটির সম্পাদক মোঃ আনোয়ার হোসেন ১৯৭৮ সালে রাজশাহী জেলার মোহনপুর উপজেলার বাকশিমইল ইউনিয়নের ভাতুড়িয়া গ্রামে এক সম্ভ্রান্ত বংশে জন্মগ্রহণ করেন। তিনি দীর্ঘ ৪ বছর যাবত মিডিয়ার সাথে সম্পর্কিত। প্রথম তিনি দৈনিক আমার বাংলার সাথে জড়িত ছিলেন এবং দীর্ঘ ১ বছর যাবত বহুল জনপ্রিয় জাতীয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক সত্যের সকালের প্রকাশক ও সম্পাদক হিসাবেও দায়িত্ব পালন করছেন।